পালরদী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হাতেনাতে ধরেও কালকিনি ইউএনও’র আপোষ!

বিরুদ্ধে ব্যবস্থা নিতে আকস্মিক মাদারীপুর জেলা প্রশাসকের নিদের্শে কালকিনি ইউএনও হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন ( বালু উত্তোলনকারী যন্ত্র বিশেষ) জব্দ এবং  মাটি ভর্তি একটি ট্রাকের চালকের কাছে লাইসেন্স (অনুমতিপত্র) না থাকায় ৫হাজার টাকা জরিমানা করে মটরযান আইনে মামলা দায়ের করেছেন। গত সোমবার বিকালে পালরদী নদীর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচানা করা হয়। পালরদী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হাতেনাতে ধরে দু’দিনেও মামলা না করায় বালু ব্যবসায়ীদের সাথে ইউএনও’র আপোসের অভিযোগ উঠেছে। 
বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারী নদী, খাল-বিল, ডোবা ও জলাশয় থেকে কোনোরূপ বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরবর্তী নির্দেশ না দেয়া প্রর্যন্ত ইজারা প্রদান স্থগিত রাখার প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার মধ্যভাগ দিয়ে প্রবাহিত পালরদী নদীর বিভিন্ন স্থানে কোন প্রকার অনুমোদন না নিয়েই বালু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি করছে দেদারছে। অসাধু এ ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছে স্থানীয় এক যুবলীগ নেতা। একদিকে অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন ও অন্যদিকে রাস্তা-ঘাট নদীতে ভেঙে পড়ায় দীর্ঘদিন থেকে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসককে জানিয়ে আসছিল এলাকাবাসী। অবশেষে হঠাৎ করে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পালরদী নদীর পাড়ের মানুষের অভিযোগ, ‘উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পোষ মানিয়ে বছরের পর বছর ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বালু ব্যবসার মহোৎসব চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারালেও সংশ্লিষ্ট ভূমি তহশিলদারসহ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা এ ব্যবস্যাকে পুঁজি করে লক্ষ লক্ষ টাকায় পকেট ভারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকদফা তদন্ত প্রতিবেদন তৈরি করা হলেও কোনো ববস্থা নেয়া হয়নি। ফলে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আরো বেপারোয় হয়ে পড়ে’।