আগৈলঝাড়ার সরকার দলীয় ৩ নেতার বিরুদ্ধে অবশেষে ছিনতাই মামলা দায়ের

পরে সর্বস্ত্র খুঁইয়েছেন গৌরনদী উপজেলার মনি ও তার ভাই সুজন বিশ্বাস। ছিনতাইকারীরা তাদের মারধর করে সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল সোমবার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। 

সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামের পরিতোষ সরকারের বাড়িতে শুক্রবার বিকেলে বেড়াতে আসে তার নিকট আত্মীয় গৌরনদীর মনি রানী বিশ্বাস ও তার ভাই সুজন বিশ্বাস। ওইদিন রাতে আগৈলঝাড়া উপজেলা শ্রমিকলীগের সাবেক প্রচার সম্পাদক জয়ন্ত রাজ বল্লভ, কলেজ ছাত্রলীগ নেতা রাব্বী হাওলাদার ও মামুন ফরিয়ার নেতৃত্বে ৭/৮ জনের একটি দল পরিতোষের বাড়িতে গিয়ে মনি ও সুজনকে জিম্মি করে মারধর শুরু করে। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা, ৩টি মোবাইল ফোন ও ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লার কাছে বিচার দাবি করা হয়। তিনি অভিযুক্ত উল্লেখিত শ্রমিক ও ছাত্রলীগ নেতাদের ডেকেও না পেয়ে বিচার করতে অসম্মতি জানায়। অবশেষে রবিবার রাতে মনি রানী বিশ্বাস বাদি হয়ে জয়ন্ত, রাব্বি ও মামুনসহ অজ্ঞাত ৬/৭জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় ছিনতাই ও মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।