উজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরন

ছাত্রীকে এলাকার চিহিত এক বখাটে ও সহযোগীরা অপহরন করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরনের চারদিন পরেও উদ্ধার হয়নি অপহৃতা ছাত্রী কুলসুম আক্তার।


উজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার রায় মামলার উদ্বৃতি দিয়ে জানান, থানার বাহেরঘাট গ্রামের রহমান হাওলাদারের কন্যা ও বাহেরঘাট নূরানী মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী কুলসুম আক্তারকে (১৩) দীর্ঘদিন থেকে নানাধরনের উত্যক্ত করে আসছিলো পাশ্ববর্তী পূর্বধামুরা গ্রামের হুমায়ুন সিকদারের পুত্র মিঠুন সিকদার (২২)। গত বৃহস্পতিবার ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে বখাটে মিঠুন ও তার সহযোগীরা বাহেরঘাট নামকস্থানে বসে জোড়পূর্বক অপহরন করে নিয়ে যায়। এসময় মাদ্রাসা ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোড়পূর্বক মটরসাইকেলে তুলে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় অপহৃতার ভাই এরশাদ হাওলাদার শনিবার রাতে বখাটে মিঠুন সিকদারসহ ৬ জনকে আসামি করে উজিরপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের জন্য জোড়প্রচেষ্টা চলছে বলেও ওসি উল্লেখ করেন।