আজ থেকে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুর্নমিলনী

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের পুনঃমিলনী উৎসব উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাস নববধুর সাজে সজ্জিতের পাশাপাশি নগরীর গুরুতপূর্ন স্থানে নির্মান করা হয়েছে বেশ কয়েকটি তোরন। মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক জেবুন্নেছা আফরোজা বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনঃমিলনী উপলক্ষে ১০ দিন ধরে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়। মিলনমেলায় অংশ নেয়ার জন্য ইতিমধ্যেই দেশ বিদেশের প্রায় ১৫শ প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি কমিটি ও সাব কমিটি গঠন করা হয়েছে। ২ দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও এডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি প্রমুখ।