উত্যক্তকারীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে – দীপু মনি

ইভটিজিং প্রতিরোধে নারীদের রুখে দাঁড়াতে হবে। নারীরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে। কিন্তু তাদের কথা কখনোই হিসেবের খাতায় তোলা হয়নি। এখন সময় এসেছে নারীর অবদানের কথা বলতে হবে। স্বাধীনতা যুদ্ধে যোদ্ধা হিসেবেও নারীদের অবদান ছিলো। এমনকি স্বামী ও সন্তানকে যুদ্ধে যেতেও নারীরা উদ্বুদ্ধ করেছে। নারীরা সব সময়ই পুরুষকে সাহসী হতে অনুপ্রেরনা জুগিয়ে আসছে। নারীরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতো, যদি সংবিধান বর্হিভূত অপশক্তি ঘাড়ে চেপে না বসত এবং গণতান্ত্রিক চেতনা যদি সকল রাজনৈতিক দলের মধ্যে সমানভাবে থাকতো। তবুও নারীদের এখন আর হা-হুতোশ করার কিছু নেই। আজকের মহাজোট সরকারের অসংখ্য সাফল্যের পাশাপাশি নারীর ক্ষমতায়ন হচ্ছে বড় সাফল্য।

শুক্রবার দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি। ৪৭ বছরপূর্তি মিলন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক জেবুন্নেছা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, এডভোকেট তালুকদার মোঃ ইউনুছ-এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর-রশিদ, বরিশাল জেলা প্রশাসক এস.এম আরিফ-উর-রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল প্রমুখ। আলোচনা সভার পূর্বে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ দীপু মনি। এরপর বরিশাল নগরীতে প্রাক্তন ছাত্রীদের বর্ণাঢ্য র‌্যালিতেও তিনি অংশগ্রহন করেন।