বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন – মানবেন্দ্র-লিটন বাশার পরিষদের বিজয়

১৭টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদ লাভ করেছে। বাকি ১টি পদ (সহ-সভাপতি) পেয়েছেন নাসিরউদ্দিন বাবুল-আক্তার ফারুক শাহীন প্যানেলের বীরেন সমদ্দার। এদিকে মানব-লিটন পরিষদের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, Gourandi.com’র নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় বহু প্রতিক্ষিত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। মোট ৬২ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট প্রদান করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। রাত সোয়া ৯টায় শুরু হয় ভোট গণনা।

প্রথম থেকেই মানব-লিটন পরিষদ এগিয়ে যায় যা পরবর্তীতে ব্যবধান আরও বেড়ে যায়। ৩৫ ভোট গণনার মধ্যেই জয় পায় দপ্তর সম্পাদক মিজানুর রহমান। শেষ পর্যন্ত ১৬টি পদের মধ্যে ১৫টি পদ জিতে নেয় মানব-লিটন পরিষদ। একটি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে এ প্যানেলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আজাদ আলাউদ্দিন।

গতকাল বিজয়ী সভাপতি মানবেন্দ্র বটব্যাল (সংবাদ) পেয়েছেন ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নাসিরউদ্দিন বাবুল (আজকের বার্তা) পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে লিটন বাশার (ইত্তেফাক) পেয়েছেন ৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আকতার ফারুক শাহীন (যুগান্তর) পেয়েছেন ২৫ ভোট। সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এমএম আমজাদ হোসাইন (বরিশাল প্রতিদিন) ৪২ ভোট। ২য় স্থান পেয়ে নির্বাচিত হয়েছেন বাবুল-শাহীন পরিষদের বীরেন্দ্র নাথ সমদ্দার (আজকের বার্তা)  তিনি পেয়েছেন ৩৩ ভোট। মাত্র ১৯ ভোট পেয়ে হেরে গেছেন অপর প্রার্থী হুমায়ুন কবির (এটিএন বাংলা)। সহ-সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ (সমকাল) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন (আজকের বার্তা) পেয়েছেন ২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে জিয়া শাহীন (মানব জমিন) পেয়েছেন ৩৬ ভোট। এ পদে নির্বাচন করে বর্তমান কোষাধ্যক্ষ কাজী আল মামুন (আজকের বার্তা) পেয়েছেন ২২ ভোট।

দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান (আমার দেশ) পেয়েছেন ৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জহুরুল হক ফারুক (আজকের বার্তা) পেয়েছেন ১৮ ভোট। পাঠাগার সম্পাদক পদে মাহামুদ হোসেন চৌধুরী (বরিশাল প্রতিদিন) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুমন চৌধুরী (সমকাল) পেয়েছেন ২৭ ভোট। ক্রীড়া সম্পাদক পদে বেলায়েত বাবলু (বিপ্ল¬বী বাংলাদেশ) পেয়েছেন ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ নোমানী (শাহানামা) পেয়েছেন ২৫ ভোট। ৭টি সদস্য পদের সবকটি পদই মানব-লিটন পরিষদ পেয়েছে। এর মধ্যে জি.এম. বাবর আলী (আমার দেশ) ৩৫ ভোট, গোপাল সরকার (মতবাদ), ৩৫ ভোট, কাজী মকবুল হোসেন ৩৪ (পরিবর্তন) ভোট, মুরাদ আহমেদ (ইনডিপেনডেন্ট) ৩৪ ভোট, ফিরদাউস সোহাগ (সময় টেলিভিশন) ৩৪ ভোট, আঃ রাজ্জাক ভূইয়া (মতবাদ) ২৯ ভোট এবং মোশাররফ হোসেন (বরিশাল প্রতিদিন) ২৯ ভোট।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস প্রেসক্লাবে উপস্থিত হয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে মিষ্টি মুখ করান।