যাদের সাথে কাউন্সিলর পদে ভোটের লড়াই হবে

প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি আটটি ওয়ার্ডের ৪০ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন। আর এদের মধ্যে অধিকাংশই হচ্ছে নতুন প্রার্থী। নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারনায় ওইসব নতুন কাউন্সিলর প্রার্থীরাই রয়েছেন এগিয়ে।

নির্বাচন বিশেষ্ণদের মতে, আগামি ১৩ জানুয়ারির নির্বাচনে ভোটের লড়াই হতে পারে পৌরসভার ১ নং ওয়ার্ডে-দেলোয়ার হোসেন দুলাল-মোরগ, বুলবুল দেওয়ান-আপেল ও এস.এম জাকির হোসেন-চাঁদ। ২ নং ওয়ার্ডে-মাহবুব আলম হাওলাদার ওরফে কুট্টি-হরিন, জুয়েল খান-ফুটবল। ৩ নং ওয়ার্ডে তৌফিক ইসলাম স্বজল বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। ৪ নং ওয়ার্ডে-লিটন বেপারী-মোরগ, নুর আলম সিকদার-হরিন ও ফরিদ মিয়া-আপেল। ৫ নং ওয়ার্ডে-রেজাউল করিম টিটু-হরিন, জয়নাল খন্দকার-আপেল। ৬ নং ওয়ার্ডে-কবির হোসেন খান-হরিন, আতিকুর রহমান-ফুটবল ও সোহেল ভূঁইয়া-মোরগ। ৭ নং ওয়ার্ডে-ফিরোজ রহমান-হরিন, জামাল হোসেন বাচ্চু-ফুটবল ও শহিদুল ইসলাম-বালতি। ৮ নং ওয়ার্ডে-বকতিয়ার হাওলাদার-আপেল, মোঃ সুমন বেপারী-ফুটবল ও মিয়া গোলাম মোর্শেদ পান্না-মোরগ। ৯নং ওয়ার্ডে-আব্দুস সামাদ আকন মুন্না-হরিন, মোঃ বাবুল খান-ঘুড়ি, মোঃ আলাউদ্দিন বেপারী-বালতি।

এছাড়াও সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ভোটযুদ্ধ হবে সেলিনা আক্তার-পদ্মফুল ও মাহমুদা বেগম-পানপাতা। ২ নং ওয়ার্ডে সৈয়দা খায়রুন নাহার মায়া-কলস ও শাহনাজ পারভীন রুহিনা-পদ্মফুল। ৩ নং ওয়ার্ডে মোসাম্মদ সাবিনা ইয়াসমিন-সেলাইমেশিন, রোকেয়া বেগম-কলস ও হোসনেয়ারা বেবী-টিউবওয়েল-এর সাথে।