আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত

গাছ কাটা নিয়ে সংঘাত সংঘর্ষে মহিলা সহ ১৫ জন আহত হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে পীড়েরপাড় গ্রামের খ্রীষ্টান সম্প্রদায়ের উপসনার জন্য  ১৯ শতাংশ জমি বরাদ্দ রেখে প্রায় শত বছর পূর্বে পীড়েরপাড় খ্রীষ্টানদের সার্বজনীন উপাসনালয় নির্মান করা হয়। চলতি বছরে গীর্জাঘর সংস্কার হলে স্থানীয়দের রোপিত গাছ কর্তন করে নিলেও সায়মন ওরফে কাঞ্চন সমদ্দারকে গীর্জা কমিটির  পক্ষ থেকে গাছ কেটে নেওয়ার আহবান জানালে তাতে কর্নপাত করে নাই।  সোমবার  কাঞ্চনকে  পুনরায় গাছ কেটে নিতে  বললে উভয়ের  মধ্যে কথার কাটাকাটি এক পর্যায়ে  কাঞ্চন ও তার সহযোগীরা হামলা চালিয়ে পিন্টু সমদ্দার (৪৫), মিলি সমদ্দার (২৬), রিপন সমদ্দার (৩০), পল্টন সমদ্দার (৪০), বাদল চক্রবর্তী (৪৫), সুবর্নলতা (৬০), অর্ঘ রায় (১৪), লিটন সমদ্দার (৪০), মিখায়েল বাহার (২০), টিপু সমদ্দার, (৮০), মাইকেল সমদ্দার (৩০), বকুল সমদ্দার (৩৫) সহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত পিন্টু, রিপন, মিলি ও পল্টনকে গৈলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তিন করা হয়েছে।  গীর্জা কমিটির অভিযোগে কুড়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্চ ও ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ সরেজমিন পরিদর্শন করেছেন।