সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আবেদন জানিয়েছে এক ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার মানশী ফুল্লশ্রী গ্রামে মৃত আবুল কাসেম বেপারীর পুত্র সেলিম বেপারী গং পৈত্রিক প্রাপ্ত এসন. এ খতিয়ান নং ২৫ দাগের ২৬ , ১৪৬৮,১৪৬৯,১৪৭২ দাগের প্রাপ্ত সম্পত্তির পশ্চিম সূজনকাঠী গ্রামে অজেদ মোল্লার পুত্র ছত্তার মোল্লা ও ভালুকসী গ্রামে কাজী বজলু করিমের পুত্র খসরু কাজী প্রভাব খাটিয়ে  দখল করার চক্রান্তে মরিয়া হয়ে উঠেছে। অভিযোগে উল্লেখ নিয়োমিত খাজনাদি পরিশোধ করা  সত্ত্বেও সেলিম বেপারীর ভোগকৃত সম্পত্তির কিছু অংশ ভিপি তালিকাভুক্ত দেখাদিলে বরিশালের আগৈলঝাড়া সহকারী জজ আদালতে ভিপি আদেশের নং ১০৩/২০১০ দেওয়ানী মামলা দায়ের করে। সেলিম জানান সত্তার মোল্লা ভিপি সম্পত্তি লীজ নিয়ে বালু ভরাট করে ভূমির অঙ্কিত নকশা পরিবর্তন করে চীরস্থায়ীভাবে ভোগ করার পায়তারা চালাচ্ছে।