মাইক্রোবাসের চাপায় মা নিহত পুত্র আহত

বিকেলে মাইক্রোবাসের চাপায় মা নিহত ও পুত্র আহত হয়েছে। গুরুতর আহত পুত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, উপজেলার কমলাপুর গ্রামের জাকির হওলাদারের খালা শাশুড়ি কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সিকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) তার আড়াই বছরের শিশু পুত্র ইয়াসিনকে নিয়ে বেড়ানো শেষে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাস্তাপারাপারের সময় মাওয়া থেকে বরিশালগামী যাত্রীবাহি মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ-০২-২৬২৯) বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাদের চাঁপা দেয়। এতে তাসলিমা ও তার পুত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল সাড়ে পাঁচটায় তাসলিমা মারা যায়। স্থানীয়রা টরকী বাসষ্ট্যান্ড এলাকায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে ব্যাপক ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ মাইক্রোবাসটিকে উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।