কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এ উপলক্ষে কালের কন্ঠ শুভ সংঘ গৌরনদী শাখার উদ্যোগে শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারোটায় গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বনার্ঢ্য শোভা যাত্রা বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। শেষে প্রেসক্লাব মিলনায়তনে শুভ সংঘের উপজেলা সভাপতি সুমন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান হাবিব, গৌরনদী গার্লস হাই স্কুল এন্ড কলেজ সুপার মেরিট ক্লাবের প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মো. আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখেন শুভ সংঘের সাধারন সম্পাদক শ্যামল বণিক বাবু, কাল্ব ডিরেক্টর রাসেদুজ্জামান ঝিলাম, ব্র্যাক ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার, সাংবাদিক মো. জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, বিশ্বজিত সরকার বিপ্লব, তৌহিদী মাহমুদ তুহিন, মনীষ চন্দ্র বিশ্বাস, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মো. নয়ন শরীফ, উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি সুধাম পাল, শুভ সংঘের বন্ধু মৃদুল, মাকসুদা নাহার কলি, শিল্পী সমদ্দার প্রমুখ। শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।