আগৈলঝাড়ায় বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মোল্লা আবুল খায়ের ও ব্যবসায়ী হান্নান মোল্লার নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী গতকাল শনিবার আওয়ামীলীগে যোগদান করেছেন।
আগৈলঝাড়া জেলা পরিষদ ডাকবাংলোর সম্মেলন কক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে বিভিন্ন দলের ১১০ জন নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
যোগদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য আঃ সাত্তার মোল্লা, ব্যবসায়ী আঃ মালেক হাওলাদার, হান্নান মোল্লা প্রমুখ।

You may also like