জোট আমলের মামলা থেকে গৌরনদীর ছাত্রলীগ নেতাদের অব্যাহতি

বিগত চারদলীয় জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকারে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ছাত্রদল নেতার বিস্ফোরক মামলা থেকে গতকাল সোমবার ছাত্রলীগ নেতারা অব্যাহতি পেয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শামিমুল ইসলাম শামীম বাদি হয়ে ২০০৪ সালের ১০ অক্টোবর গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের ৫২ জন নেতা-কর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে গৌরনদী থানায় একটি মিথ্যে মামলা দায়ের করে। তৎকালীন স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের চাপের মুখে ওই মামলায় পুলিশ ছাত্রলীগের ৩৭ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চাজর্শীট দাখিল করেন। পুলিশ ওই মামলায় ছাত্রলীগের ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছিলেন। দীর্ঘ শুনানীর পর গতকাল সোমবার ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ মিথ্যে প্রমানিত হওয়ায় বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবুল বাশার মিয়া মামলা থেকে ছাত্রলীগ নেতাদের অব্যাহতি প্রদান করেন। গতকাল সোমবার বিচারকের রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রলীগ নেতা বাশার সরদার, রাকিব তালুকদার, সোহেল ভূঁইয়া, সোহেল সিকদার, হাফিজ খন্দকার, মোঃ সাওন, মিরাজ শেখ, মোঃ বাদশা ও নুরুল ইসলাম।