অশ্বিনী মঞ্চে চারটি নাটক মঞ্চস্থ দশনার্থীদের উপচে পরা ভীড়
বৃট্রিশ বিরোধী স্বদেশী আন্দোলনের কিংবদন্তী নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মতিথি উপলক্ষে তার পৈত্রিক নিবাস বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী অশ্বিনী মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান, বাংলাদেশ বেতার সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালন কৃষিবিদ মীর শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারিফ আহম্মেদ বাপ্পী। মেলার দ্বিতীয় দিনেও দশনার্থীদের উপচে পরা ভীড় ছিলো।
Comments are closed.