শোক সংবাদ : সামসুল হক সেরনিয়াবাত
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের সামসুল হক সেরনিয়াবাত (৬৫) ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি স্ত্রী ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন রাত দশটায় মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে সেরাল গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Comments are closed.