জাতির জনকের ভাংচুরের ঘটনায় ৮৮জনের বিরুদ্ধে মামলা

কালকিনিতেএক চেয়ারম্যানসহ ৮৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার গভীর রাতে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সিকদার বাদী হয়ে কালকিনি থানায় এই মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে কয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মাদ মোল্লা তার সমার্থকদের নিয়ে কয়ারিয়া ইউনিয়নের ময়দানের হাট বাজারে ভোট চাইতে যান। এ সময় প্রতি পক্ষ চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সিকদারের সমর্থকরা অর্তকিত হামলা চালায়। এতে কম পক্ষে ১০জন আহত হয়। এর সুত্র ধরে ্বিকালে এই হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষের সময় অফিসে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এ ছবি ভাংচুরের ঘটানায় ওই দিন রাত সাড়ে ১১টায় চেয়াম্যান প্রার্থী জাকির হোসেন বাদী হয়ে কালকিনি থানায় কামরুল হাসান নুরমোহাম্মাদ মোল্লা সহ ৮৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উভয়পক্ষের সংঘর্ষে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনা ঘটলেও ষরযন্ত্রমূলক মামলা হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা বিড়াজ করছে।

এ ব্যাপারে জাকির হোসেন সিকদার জানান, ‘নুর মোহাম্মাদের সমর্থকরা অফিসে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে তাই আমি মামলা করেছি।’

কামরুল হাসান নুর মোহাম্মাদ মোল্লা জানান, ‘আমার প্রতিপক্ষ জাকির হোসেন সিকদারের সমর্থকর্ইা ছবি ভেঙ্গে আমাদের বিরুদ্ধে ষরযন্ত্র মূলকভাবে মামলা করেছে।’

মামলার ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মন্ডল জানান, ‘বঙ্গবন্ধু ছবি ভাংচুরের সত্যতা পাওয়ায় মামলা এজাহার হিসেবে রেকর্ট করেছি।’