বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা

বৃদ্ধি কল্পে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও দৈনিক সমকাল যৌথ উদ্যোগে গত ০৬ জুন ২০১১, শিশু একাডেমিতে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোতিার পুরষ্কার বিতরণী আজ ১৪ জুন ২০১১, মঙ্গলবার, বিকাল ০৩:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে  অনুষ্ঠিত হয়।

বয়স ভিত্তিতে  ক. উন্মুক্ত  খ. প্রকৃতি ও পরিবেশ  গ.পরিবেশ দূষণ এই তিনটি বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ স্থান অর্জনকারী মোট ১৫ জনকে পুর®কৃত করা হয়। ০৪ থেকে ০৬ বয়স উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে মীর তাহসীন রাইয়ান, দ্বিতীয় ফাহমিদা জাহান, তৃতীয় মায়মুল আহমদ রিচি এবং বিশেষ স্থান অর্জনকারী ইশরাত জাহান ইফফাত ও সাবিহা তাসনিম নামিরা। ০৭ থেকে ০৯ বয়স প্রকৃতি ও পরিবেশ বিভাগে প্রথম স্থান অর্জন করে আমরিন শাহরিয়ার, দ্বিতীয় আসনুভা শাহরীন বিনীতা, তৃতীয় শরীফ মো: সাইফ ও বিশেষ স্থান অর্জন করে মুহাম্মদ উল্লাহ মাহি এবং আইরন তাসনিম প্রজ্ঞা ইসলাম। ১০ থেকে ১২ বয়স পরিবেশ দূষণ বিভাগে প্রথম স্থান অর্জন করে সারা ইফসুফ বৃষ্টি, দ্বিতীয় সুমন মিয়া, তৃতীয় সানজানা সাফিনা আহমেদ ও বিশেষ স্থান অর্জন করে মাইশা মালিহা সিদ্দিকী এবং আর্নিকা তাহসীন বর্ষা।

বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দেন, শিল্পী মনিরুজ্জামান। অন্যান্যের  মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, সাধারন সম্পাদক কামাল পাশা চৌধুরী, সাবিনা নাঈম, প্রোগ্রাম অফিসার আতিক মোর্শেদ, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের সভাপতি নাজিম উদ্দিন, ক্যামেলিয়া চৌধুরী  প্রমুখ।