শাবিতে শেষ হলো ‘গেরিলা’ চলচ্চিত্র প্রদর্শনী

বিকেল ছয়টার দিকে মিনি অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে ছাত্র-শিক্ষক, দর্শক, প্রযোজক ও আয়োজকদের উপস্থিতিতে সরগরম। শনিবার ছুটির দিন থাকায় এ উপস্থিতি একটু বেশি। উপলক্ষ মুক্তিযোদ্ধা, পরিচালক নাসির উদ্দিন বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ দেখা। চলচ্চিত্রটি স্বাধীনতা যুদ্ধে একজন নারীর সংগ্রামময় জীবন ও এ দেশীয় আল বদর, আল-শামসদের কর্মকাণ্ডের বাস্তব চিত্র চিত্রায়ণ করা হয়েছে। গত ১৪ জনু থেকে ১৮ জুন পাঁচ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজক সংগঠন হিসেবে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর নবীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

প্রতিদিনই দুই অথবা তিন শিফটে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। ‘দ্বীপ শিখা হাতে স্বপ্নের পথে’ আহ্বানকে ধারন করে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভর্তির তহবিল সংগ্রহের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জনানা সংগঠনটির প্রধান সমন্বয়ক দীপংকর রায়। শেষ দিনে চলচ্চিত্র প্রদর্শনীর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে প্রথমে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ১৩ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। পরে গেরিলা চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, প্রযোজক এষা ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।