পানির দাবিতে বরিশাল পলিটেকনিকের আবাসিক ছাত্রদের বিক্ষোভ

আবাসিক ছাত্ররা বিক্ষোভ ও ভাংচুর করেছে। বুধবার বেলা ১১টায় ইনষ্টিটিউট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। সাত দিনের মধ্যে পানি সরবরাহের শর্তে ইনষ্টিটিউট অধ্যক্ষ ছাত্রদের শান্ত করেছে। আবাসিক ছাত্র মাহমুদ জানান, ইনষ্টিটিউটের প্রধান ছাত্রাবাসে ২৮০ জন আবাসিক ছাত্র রয়েছে। কয়েক মাস ধরে এই সব ছাত্ররা তাদের ব্যবহারের প্রয়োজনীয় পানি পাচ্ছে। বেশ কয়েকবার হল সুপার এনামুল হককে বিষয়টি অবহিত করা হলেও তিনি শুধূ আশ্বাসই দেন। পানিসহ যাবতীয় সমস্যা সমাধান করেন না।

এই অভিযোগে বুধবার আবাসিক ছাত্ররা ক্ষিপ্ত হয়ে পানি সরবরাহের সংযোগ পাইপ ও কক্ষে ভাংচুর করে। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের পর অধ্যক্ষর ভবনের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে অধ্যক্ষের কাছে তাদের সমস্যা সমাধানের দাবী জানায়। অধ্যক্ষ দাবী পুরনের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

অধ্যক্ষ মীর মো. মোশারফ হোসেন বলেন, প্রধান পাম্পটি দীর্ঘদিন নষ্ট থাকায় গভীর নলকূপের পাইপ ও মেশিন বসিয়ে পানি ওঠানো হয়। কিন্ত বর্তমানে বারবার লোডশেডিং কারনে পানি মজুদ রাখা সম্ভব হয়না। তাই ক্যাম্পাসে পানি সংকট দেখা দিয়েছে। সমস্যা সমাধানের চেস্টা চলছে।