বরিশালে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালা আজ ১ জুলাইসকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ কর্মশালার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-১ (পিএস) নজরুল ইসলাম খান।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-১ (পিএস) নজরুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে ন্যাশনাল ডাটা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার আগামীতে কম ভুমিকম্প প্রবন এলাকা খুলনাতে ডিজেষ্টার রিকোভারী সেন্টার প্রতিষ্ঠা করবে। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিদিন ২৫-২৭ হাজার ট্রেজারি চালান ইস্যু করা হয়। আগামী ৫-৬ মাসের মধ্যে এ ট্রেজারি চালানগুলো ডিজিটালে পদ্বতির আওতায় আনা হবে। এতে প্রতিদিন ২৫-২৭ হাজার কাগজের ব্যবহার কমবে। তিনি বলেন, গত মাসে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। প্রতি মেগাবাইট/সে ব্যান্ডউইথের দাম ২৭,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা করা হয়েছে।

কর্মশালায় বরিশাল বিভাগের জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।