গৌরনদীতে স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ

নিখোঁজ হওয়া সাইফুল প্যাদা

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের প্রবাসী স্ত্রী মমতাজ বেগম কর্তৃক তার স্বামীর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ করেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের নুর মোহাম্মদ বেপারীর কন্যা মমতাজ বেগমের সাথে শরিয়ত মোতাবেক বিয়ে হয় একই গ্রামের জামাল প্যাদার সাথে। সংসার জীবনে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেন। ২০০৪ ইং সালে মমতাজ বেগম দুবাই গমন করেন। এরইমধ্যে জামাল প্যাদা মরজিনা বেগম নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে। গত ২৮ মার্চ দুবাই থেকে দেশে ফিরে মমতাজ বেগম তার পুত্র সন্তান সাইফুল প্যাদাকে আনার জন্য স্বামী জামাল প্যাদার কাছে গেলে সে বিভিন্ন তালবাহানা শুরু করে।
অভিযোগে আরো উল্লেখ রয়েছে, মমতাজ বেগম তার পুত্র সন্তানকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি। ছেলেকে তার পিতা জামাল প্যাদা হত্যা করে লাশ গুম অথবা পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে মমতাজ অভিযোগ করেন।