প্রশংসনীয় দৃষ্টান্ত – গৌরনদীতে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা নির্মান

আহম্মদকাঠী, পশ্চিম ডুমুরিয়া ও ছোট ডুমুরিয়া গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ১৪ ফুট ব্রীজ থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামীর বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকায় কোন রাস্তা ছিলো না। জমির পাশ দিয়েই এতোদিন ওইসব গ্রামের শিক্ষার্থীসহ হাজার-হাজার নারী-পুরুষদের চলাচল করতে হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল হাসান সবুজ জানান, গ্রীষ্ণকালে জমির পাশ দিয়ে যাতায়াত করলেও বর্ষা মৌসুমে গ্রামবাসীদের প্রতিদিন নৌকাযোগে কিংবা পানিতে ভিজে পার হতে হতো। বর্ষামৌসুমে চরম দুভোর্গের মধ্যে ওইসব গ্রামের শিক্ষার্থীরা এক কিলোমিটার এলাকা নৌকা-ভেলা কিংবা পানিতে ভিজে পার হয়ে ছোট ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুকশী উচ্চ বিদ্যালয়, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, সরকারী গৌরনদী কলেজ ও বার্থী ডিগ্রী কলেজে যাতায়াত করতে হয়েছে। তিনি আরো জানান, গ্রামবাসীদের দাবির মুখে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ৪০ দিনের কর্মসূচীর আওতায় এক কিলোমিটারের রাস্তাটি নির্মানের জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করেন। ওই প্রকল্পে ব্যাপক হরিলুট হওয়ায় বরাবরের ন্যায় জনগুরুতপূর্ণ রাস্তাটি নির্মানের কাজ ভেস্তে যায়।

অবশেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল হক ঘরামীর আক্লান্ত প্রচেষ্ঠায় গ্রামবাসী এগিয়ে এসে তাদের নিজেদের দুর্দশা লাঘবে নিজেরাই রাস্তা নির্মানে উদ্যোগী হয়ে উঠেছেন। নিজেদের অর্থায়ণ ও স্বেচ্ছাশ্রমে তারা নির্মান করেছেন এক কিলোমিটারের জনগুরুতপূর্ণ এ রাস্তাটি। মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামী জানান, গ্রামের খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সকল পেশার মানুষদের আপ্রান চেষ্ঠা ও সহযোগীতায় আজ আমরা নিজেরাই নিজেদের রাস্তা নির্মান করেছি।

খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ডটকম