লিমনের বিরুদ্ধে র‌্যাবের অস্ত্র মামলায় চার্জ গঠনের দিন পিঁছিয়েছে

গঠনের দিন পিছিয়েছে। রোববার ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে হাজিরা দিলে ঐ সময়ে মামলাটি ট্রাইব্যুনাল-২ আদালতে পাঠায়। রোববার দুপুরে আদালতের বিচারক মো: সিদ্দিকুল আরেফিন চৌধুরী মামলাটি গ্রহন করে অস্ত্র মামলা (নং ৯/১১) মামলার চার্জশীটভুক্ত অপর ৭ আসামীর বিরুদ্ধে দাখিল করা চার্জশীচের কার্যক্রম একসংগে পরিচালনার নির্দেশ দেন।

সেই সাথে লিমনের পক্ষের আইনজীবীরা তাকে মামলা থেকে অব্যাহতিরও আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এ্যাড. এম আলম খান কামাল ও লিমনের পক্ষে আইন ও সালিশ কেন্দ্রের এ্যাড. আব্দুর রশীদসহ স্থানীয় এ্যাড. নাসির উদ্দিন কবির, এ্যাড. নাসিমুল হাসান, এ্যাড. মানিক লাল আচার্য্য ও এ্যাড. আককাস সিকদার। আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে।

লিমন জানিয়েছে, সে ঢাকার গনস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তিনদিনের জন্য ঝালকাঠি এসেছে। মামলার বিচার সম্পর্কে লিমন বলেন, আমি আদালতের কাছে ন্যায় বিচার পাব ইনশাল্লাহ। আমি নির্দোষ। আমি কিছুই জানিনা। এ সময় লিমনের মা হোনোয়ারা বেগম ও খালা উপস্থিত ছিল। আদালতে লিমনের উপস্থিতি উপলক্ষে সকাল থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার ব্যাপক  নজরদারী ছিল।