লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

অপহরন করে লক্ষাধিক টাকা, চেক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলা উত্তোলনের জন্য আসামিরা বাদিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের বাসিন্দা ও ঢাকার হাজারীবাগের জিন ট্রেডের (ওয়াসিং এন্ড ডায়িং ব্যবসায়ী) স্বত্তাধিকারী কালাম মৃধা অভিযোগ করেন, গত ৩০ জুন দুপুরে জমি বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার নিয়ে রিকসাযোগে তিনি গৌরনদী বন্দর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গৌরনদী বাসষ্ঠ্যান্ডে রওয়ানা হন। পথিমধ্যে গৌরনদী পৌর সদরের সিসিডিবির সন্নিকটে পৌঁছলে ওয়াজকোরানী, রেমন তালুকদার কালু, কাজী রনি, সাদেকুল ইসলাম সাদীসহ ৪/৫ জনে তার পথরোধ করে। এরপর তারা ব্যবসায়ীকে সিসিডিবির একটি নির্জন কক্ষে নিয়ে মারধর করে সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ৩টি চেক ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নাহার সিনেমা হলের একটি কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। ওইদিন বিকেলে একটি সাদা ষ্ট্যাম্পে ব্যবসায়ীর স্বাক্ষর রেখে ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় মামলা করলে তাকে প্রাণনাশেরও হুমকি দেয়া হয়। ঘটনার পরেরদিন (১ জুলাই) ব্যবসায়ী কালাম মৃধা বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, উল্লেখিতদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।