ভন্ড পীরের বিরুদ্বে গরু চুরিসহ তিনটি মামলা

গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামে কথিত ভন্ড পীড় মালেক শাহর প্রধান খাদেম বর্তমানে মালেক শাহর দরবার শরীফের গদীনিশীন পীর দাবিদার প্রতারক আব্দুল হালিম আকনের বিরুদ্বে গরু চুরিসহ তিনটি মামলা রয়েছে। হালিমের বিরুদ্বে চিকিৎসার নামে নিরীহ মানুষের সাথে প্রতারনা,অশ্লীল ও অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে গ্রামবাসীর।

মামলার বিবরন, স্থানীয় লোজনের অভিযোগ ও প্রতারিতদের কাছ থেকে জানা গেছে,২০০৭ সালের ১৬ জানুয়ারী ভোর রাতে ভন্ড পীর আঃ হালিম আকন তার কথিত ৫ জন ভক্তকে নিয়ে হাপানিয়া গ্রামের রাবেয়া বেগমের ৫ টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন রাবেয়া বাদী হয়ে গৌরনদী থানায় আঃ হালিমকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্বে একটি গরু চুরির মামলা দায়ের করেন। এ ছাড়াও আঃ হালিমের বিরুদ্বে একটি জি আর মামলা রয়েছে। (মামলা নং জি আর-১৯৫ /২০০৯)অপর দিকে মঙ্গলবারে গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় হাপানিয়া গ্রামের হাজ্বী জবেদ আলী তালুকদারের পুত্র মোঃ হারুন অর রশিদ (৬০) বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড গৌরনদী আমলী আদালতে ভন্ড পীর আঃ হালিমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। । গৌরনদী থানার এস আই মোঃ মিজানুল ইসলাম গতকাল শুক্রবার হাপানিয়া গ্রামে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে ভন্ড পীর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তিনি বলেন, আঃ হালিম একজন ভন্ড। তার বিরুদ্বে ব্যাবস্থা নেয়া হবে।