বরিশাল ছাত্রদলের কমিটিতে কোঅপ্ট’র ঘটনায় তোলপাড়!

কোঅপ্ট’র ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। মুলত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে গ্র“পিং রাজনীতিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রের গ্র“পিং’র প্রভাব বরিশাল ছাত্রদলেও পড়েছে। এ কারনে কেন্দ্র সংগঠনকে নিয়ন্ত্রন করতে পারছে না। কেন্দ্র কোন বিষয়ে অনুমোদন দেন আবার সুযোগ সন্ধানীর ন্যায় স্থগিত কিংবা সিদ্ধান্তের বিষয়টি অস্বীকার করছে। আর এসব হওয়ার নেপথ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ত্রাহিদশায় বিরাজমান।

সূত্র বলছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু রয়েছেন কারাগারে। সাধারন সম্পাদক আলিমুল ইসলাম আলিম মাঠে নেই। সাংগঠনিক সম্পাদক আনিচুজ্জামান খোকন কারাগারে। গত ৪ জুলাই সুলতান সালাউদ্দীন টুকু বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটিতে আরো ২১ জন যুগ্ন আহবায়ক পদে অন্তর্ভূক্ত করার অনুমোদন দেন। কিন্তু টুকুর অনুমোদনের বিষয়টিতে কেন্দ্রের কয়েক নেতা মানতে নারাজ। একই দিন দিবাগত গভীর রাতে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ফলে টুকুর অনুমোদিত কমিটি প্রকাশ না করে ফাইল বন্দী করে রাখেন কেন্দ্রের আরেক গ্র“প। এদিকে যুগ্ন আহবায়ক পদে কোঅপ্ট’র ঘটনাটি কোঅপ্টকৃত ছাত্রনেতারা অবহিত হয়ে কেন্দ্র থেকে কপিটি হাতে নিতে সক্ষম হয়। অনুমোদিত কমিটি’র কপিতে দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারিকের স্বাক্ষরও রয়েছে। এই বিল্লাল হোসেন তারিক অনুমোদিত কমিটি’র বার্তা প্রেরনে স্বাক্ষর করলেও টুকু জেলহাজতে যাওয়ার পর এখন তিনি বলছেন কোঅপ্ট কমিটি’র বার্তা প্রেরনে তিনি কোন স্বাক্ষর দেন নি। অবশ্য তিনি এ প্রতিবেদককে বলেছেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটিতে বেশ কয়েক জনকে অন্তভূক্ত করা হয়। পরে তা স্থগিত করে রাখা হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলেরর আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন জানান কেন্দ্র কর্তৃক কোঅপ্ট করার কোন বার্তা পান নি। তবে কয়েক ছাত্রনেতা নিজেদেরকে জেলা ও মহানগরে কোঅপ্ট হয়েছে বলে দাবী করছেন। মহানগর ছাত্রদলের একাধিক সিনিয়র নেতা জানান যাদেরকে কোঅপ্ট করা হয়েছে মুলত তারা রাজপথের লড়াকু সৈনিক। কোঅপ্টকৃতদের ত্যাগী ও মাঠের ছাত্রনেতা হিসাবে আখ্যায়িত করে তারা আরো বলেন সংগঠনের প্রতিটি কর্মসূচীতে আহবায়ক কমিটিতে অর্ন্তভূক্ত একুশ জন প্রত্যোকেই সাংগঠনিক। সুতারং এদের মূল্যায়ন আরো আগেই করা উচিৎ ছিল। আহবায়ক কমিটিতে কোঅপ্টকৃতরা জানায় কেন্দ্র তাদেরকে যুগ্ন আহবায়ক হিসাবে কোঅপ্ট করেছে। অনুমোদনের কপিও তারা হাতে পেয়েছেন।

প্রসঙ্গত সম্প্রতি জেলা ছাত্রদলের কোঅপ্টকৃতরা হলো মোঃ আরিফুল ইসলাম শাহান, মিজানুর রহমান মামুন মোল্লা, আরিফুর রহমান রুম্মান, রবিউল আউয়াল শাহীন, তারেক আল ইমরান, সাজ্জাদুল হক সজিব, এইচএম আল আমিন, সোহেল রাঢ়ী, শামীম রেজা, এইচএম রকি। মহানগর ছাত্রদলে যুগ্ন আহবায়ক পদে কোঅপ্টকৃতরা হলো মনিরুল ইসলাম স্বপন, ফেরদৌস ওয়াহিদ মাফুজ, হারুন অর রশীদ হারুন, সাইফুল ইসলাম শাহীন, শাখাওয়াত হোসেন বাহার, কাজী কামাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন রিপন, ফিরোজ খান কালু, ইউসুফ হোসেন রনি, প্রিন্স মাহমুদ শাহজাদা, রাফসান আহমেদ জিতু।