Gournadi.comবরিশাল

আগৈলঝাড়ায় নির্মানাধীন তেলের পাম্পের ছাদ ধসে ৭ শ্রমিক আহত।

প্রবীর বিশ্বাস ননী: বরিশালের আগৈলঝাড়ায় নির্মানাধীন আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। রবিবার উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে নির্মানাধীন আগৈলঝাড়া ফিলিং স্টেশন ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বেলা ১১ টার সময় ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে আচমকা  ধ্বসে পড়ে। এ সময় ধসেপড়া ছাদে আটকে গিয়ে ও হুরোহুরি করে জীবন বাচাতে গিয়ে এমদাদুল হক (৪০) শামিম আকন (৩৫) আব্দুর রাসেল রহমান (২৮) ছবের আলী (৩০) মিজানুর রহমান (৪০) মোকছেদ মোল্লা (৩২) জুয়েল (২৪) নামের ৭ শ্রমিক আহত হয়। এরমধ্যে এমদাদুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল সেবাচিমে প্রেরন করা হয়েছে। অন্য ৬ জনকে উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেলা ১১ টায় দুর্ঘটনার পর পর স্থানীয়রা আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে গৌরনদী ও উজিরপুর থেকে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে তাদের সাথে উদ্ধার কাজে যোগদান করে। জানাগেছে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের ইসলাম সান্টুর মালিকানাধীন তেলের পাম্পের নির্মানকাজ ২ মাস পূর্বে শুরু হয়।


ফেসবুকে মন্তব্য করুন :

টি মন্তব্য
মন্তব্যে প্রকাশিত যেকোন কথা মন্তব্যকারীর একান্তই নিজস্ব। Gournadi.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের কোন মিল নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে Gournadi.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নিবে না

আরো পোষ্ট...

Leave a Reply