বিশেষজ্ঞ দল গ্যাসের রহস্য উদঘাটনে শীঘ্রই ঝালকাঠি আসছে

গ্রামে প্রাপ্ত গ্যাসের প্রকৃত রহস্য উদঘাটনে শীঘ্রই বিশেষজ্ঞ দল সরেজমিনে আসছেন। গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমানের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নতুন বসানো টিউবওয়েলের প্লাটফর্মের গোড়ার দু’টি পয়েন্ট থেকে গ্যাস বের হতে দেখে স্থানীয়রা বিভিন্ন স্থানে খবর দেয়। মাটির নিচ থেকে ওঠা এগুলো গ্যাস কিনা তা পরীক্ষা করার জন্য স্থানীয়রা হাড়ি- পাতিলের উপরে পানি রেখে জ্বালিয়ে পরীক্ষা করে দেখছে।

ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মোঃ মজিদ আলী, পৌর মেয়র আফজাল হোসেন রানা এলাকায় সরেজমিন পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, টিউবওয়েলে প্লাট ফর্মের গোড়ার দু’টি পয়েন্ট থেকে গ্যাস বের হচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গ্যাসের বিষয়টি সরকারের জ্বালানী মন্ত্রণালয়কে জানানো হবে। এছাড়া ঐ এলাকার নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।