অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিনিয়ে নিয়েছে ইউপি চেয়ারম্যান

করে নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান সরদার নজরুল ইসলাম জাহাঙ্গীর ওয়ারেন্টভুক্ত আসামীকে ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে  রোববার দুপুর ১টায় ঝালকাঠি শহরতলীর  বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামে। এতে আহত পুলিশের সাব ইন্সপেক্টর আরিফুর রহমান ও কনেষ্টবল আঃ রহিমকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এসআই আরিফ সাংবাদিকদের জানান, অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লতিফকে গ্রেফতারের জন্য  কনেষ্টবলকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে বিকনা এলাকায় যায়। এসময় আসামী লতিফকে সাথে নিয়ে নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীর পুলিশের মটর সাইকেল ধাক্কা দিয়ে উল্টে ফেলে আসামী নিয়ে দ্রত পালিয়ে যায়।

জানাগেছে, আসামী লতিফের বাড়ি রাজাপুর থানার শুক্তাগড় ইউনিয়নে। সে ঢাকার বাড্ডা থানার  অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে নথুল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরের আশ্রয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লতিফকে গ্রেফতারের জন্য গেলে পুলিশ আহত করে চেয়ারম্যান জাহাঙ্গীররের মটরসাইকেলে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের সরকারী কাজে বাধা দেয়া ও পুলিশকে আহত করে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় উধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে  মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হবে।