বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত ফল বিক্রির অপরাধে ৪০ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজা মিয়ার নেতৃত্বে এবং র‌্যাব-৮’র সহায়তায় ভ্রাম্যমান আদালত ফলপট্টির খান ফল ঘর, বরিশাল ট্রেডার্স, নিরব ষ্টোর, তামিম ষ্টোর, কাব্বাত ষ্টোর, শরিফ ষ্টোর, রমজান ফল ষ্টোর, পোর্টরোডের লোকনাথ ভান্ডার থেকে ৫ হাজার টাকা করে এবং আঞ্জুমিয়া ফল ঘর থেকে ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।