নলছিটিতে ৫ চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষনা

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ নলছিটির ৫ ইউপি চেয়ারম্যানকে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে উপজেলা পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। রোববার দলের এক জরুরী সভায় নেতৃত্ব দানকারী ঐ ৫ চেয়ারম্যানকে উপজেলা পরিষদে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

এরা হলেন ৫নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম শাহীন (বিএনপি), ৬নং কুশঙ্গল ইউপি চেয়ারম্যান মোঃ আলী আশ্রাফ হাওলাদার (বিএনপি), ৮নং সিদ্ধকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম গিয়াস মাঝি (বিএনপি), ২নং ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হক (আ’লীগ) ও ১নং মগড় ইউপি চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম আমীন কাজী (বিএনপি) ।

সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান সরদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নলছিটি উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানের অনৈতিক দাবীর কারণে ২০১০-১১ অর্থ বছরে এডিপি’র বরাদ্ধকৃত অর্থ ফেরৎ যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যানদের অনৈতিক দাবীর কারণে এডিপি’র অর্থ ফেরৎ যাওয়ায় নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল উন্নয়ন বঞ্চিত হলেও তারা দায়ী করেন সরকার দলীয় নেতাকর্মীদের।

সভায় বক্তারা চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা নিজেদের দোষ আ’লীগ নেতা-কর্মীদের ওপর চাপিয়ে দিয়ে টেন্ডার প্রক্রিয়ায় কাজ হলে প্রশাসনের সাথে এক হয়ে সরকার দলীয় নেতা-কর্মীরা কাজের নামে এডিপি’র অর্থ লুটেপুটে খেত বলে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আ’লীগ নেতা-কর্মীরা তা না খেতে পারায় প্রশাসনের যোগসাজসে এডিপি’র অর্থ ফেরৎ গেছে বলে আ’লীগ তথা সরকারী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওই সকল ইউপি চেয়ারম্যানরা অপপ্রচার চালায় বলে অভিযোগ করা হয়।

নলছিটি উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক কাজী ওবায়েদ হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত  সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, আ’লীগ সহ-সভাপতি মতিউর রহমান (মতি কমিশনার), যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজ, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক একেএম আলম অপু, আ’লীগ নেতা স্বাধীন মজুমদার, যুবলীগের যুগ্ম-আহবায়ক খান মনিরুজ্জামান বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন ইস্যুতে বিরোধ চলে আসছিল। এ কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ডে তারা অংশ গ্রহন না করার ফলে ইউনিয়ন গুলো উন্নয়ন বঞ্চিত হচ্ছে।