শাবিপ্রবিতে তিনদিনব্যাপী সিএসই কার্নিভাল শুরু

রিয়াজ উদ্দিন, শাবিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৩ দিনব্যাপী রিভ সিস্টেমস সিএসই কার্নিভাল’১১ শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ তথ্যপ্রযুক্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্নিভালের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল  (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। সিএসই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা আক্তার তিথীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজা সেলিম, রিভ সিস্টেমস এর ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার রায়হানুল ইসলাম, আইবল নেটওয়ার্ক এর মার্কেটিং ম্যানেজার রেদোয়ানুল হক, সিএসই সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সায়মা সুলতানা। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি উৎসব সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন সিএসই বিভাগের শিক্ষার্থী ওয়াসিউর রহমান রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, প্রযুক্তির বিচরণ সবখানে। তাই এর ক্ষেত্রটাও বিশাল। এ ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে সফলতার স্বর্ণশিখরে পৌঁছতে পারে। তিনি আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ কম্পিউটারাইজড করার প্রক্রিয়া এগিয়ে চলেছে। সভাপতির বক্তব্যে মুহম্মদ জাফর ইকবাল বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের শক্তি ও ক্ষমতা আমাদের কাজে লাগাতে হবে। তরুণ উদ্ভাবকদের উৎসাহ যোগাতেই প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ে সিএসই কার্নিভালের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে সিএসই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ছিল রিভ প্রেজেন্টেশন। এছাড়াও গতকাল কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতা (এনসিএসসি), চাকরি মেলা ও তথ্যপ্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

কার্নিভালের দ্বিতীয় দিন আজ শুক্রবার থাকছে সেমিনার, জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতা (এনসিএসসি), চাকরি মেলা, তথ্যপ্রযুক্তি মেলা ও মক টেস্ট। এছাড়াও আজ সড়ক দুর্ঘটনা রোধে ‘প্রযুক্তি হোক সামাজিক সচেতনতা বৃদ্ধির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে ‘জনসচেতনতা ও তথ্য-প্রযুক্তি’ শীর্ষক একটি গোল টেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে। এতে সড়ক দুর্ঘটনা রোধ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কার্নিভালের শেষদিন কাল শনিবার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি থাকছে তথ্য-প্রযুক্তি মেলা ও চাকরি মেলা।

এবার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১০৭টি দল এবং জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতায় (এনসিএসসি) ২৬টি দল অংশ নিচ্ছে।