বুক ভিলার চরই পাখির কিচিরমিচির এখন শুধুই স্মৃতি

শুভব্রত দত্ত, বরিশালঃ পাঁখি সব করে রব রাতি পোহাইল কানোনে কুসুম কলি সকলি ফুটিল। এ ছবিটির পাঁখি গুলো আর কোন দিন রব করবেনা। চরই পাঁখিগুলো বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডে অবস্থিত বুক ভিলার পুরনো দোকানটির বিভিন্ন স্থানে সন্ধ্যা গড়ালেই এসে রাত কাটাতো। এখন আর ভবনটি নেই। চরই পাখিগুলোর শেষ আশ্রয় টুক বহুতল ভবন নির্মানের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে।

রাতে নিরাপদ আশ্রয় হিসেবে বুক ভিলার পুরোন দোকাটির মধ্যে চরাই পাঁখিগুলো রাত কাটাতো। রাত গড়িয়ে সকাল হলে চরাই পাখিগুলো যার যার আহার সংগ্রহে চলে যেত। বুক ভিলার এ ভবনটিতে বহু দিন যাবৎ পাখিগুলো নিরাপদ আশ্রয় স্থল হিসেবে ব্যবহার করতো। কিন্তু আজ সেই নিরাপদ আশ্রয়টুকু আর নেই। এখন আর দেখা যাবে না পাখিগুলোর নাচানাচি,শোনা যাবে না পাখিদের কলরব। সপ্তাহখানেক আগে বুক ভিলা ভেঙ্গে বহুতল ভবন নির্মানের কাজ চলছে। পার্শ্ববর্তি ক্ষুদ্র ব্যবসায়ি ছিদ্দিক বলেন বুক ভিলার চার পার্শে চরই পাখির কিচিরমিচির শব্দ এখন শুধুই স্মৃতি।