বরিশালে সিকিউরিটিজ হাউজ গুলোতে শেয়ার লেনদেন বেড়েছে

আহমেদ জালাল, বরিশাল ॥ পুঁজিবাজারে টানা দরপতনের পর গত সপ্তাহে বাজার পরিস্থিতি কিছুটা ইতিবাচক প্রবনতা বিরাজ করায় আশার আলো দেখতে শুরু করছেন বরিশালের বিনিয়োগকারীরা । তারা সরকারের নানামুখী পদক্ষেপে বাজার নিয়ে কিছুটা আশাবাদী। তাছাড়া দীর্ঘ দরপতনের বৃত্ত থেকে এ সপ্তাহে তিন কার্যদিবস বাজার উর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীরা লোকসান কাটানোর জন্য নিটিং করছেন। এছাড়া এ সপ্তাহে জেলার সিকিউরিটিজ হাউজগুলোতে আগের সপ্তাহের ব্যবধানে ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। জেলার পাচটি সিকিউরিটিজ হাউজের মধ্যে সর্ব্বোচ লেনদেন হয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংএ।

একাধিক বিনিয়োগকারী বলেন,সরকারের আন্তরিকতা থাকা স্বত্বে বাজার কেন স্থিতিশীল হচ্ছে না । তাছাড়া বাজার দু’দিন ভাল থাকলে পরদির দরপতন ঘটে। ফলে বিনিয়োগকারীদের মাঝে বাজার নিয়ে পুরোপুরি আস্থা আসে না । আর পুরোপুরি আস্থা না থাকায় নগদ টাকা হাতে থাকা বিনিয়োগকারীরা বিনিয়োগ মুখী হচ্ছে না। এখন নিয়ন্ত্রক সংস্থার উচিত বাজারকে  দ্রুত স্থিতিশীল করা । তা হলে বিনিয়োগকারীরা আস্থা নিয়ে বাজারমুখী হবে।

বাজার প্রসঙ্গে বরিশাল বিনিয়োগকারী ফোরামের নেতা  সাইদ আহম্মেদ খোকন বলেন, টানা দশ মাসের দরপতনে অধিকাংশ বিনিয়োগকারীদের মুল পুজি চার ভাগের তিন ভাগ হয়ে গেছে । ফলে কবে বিনিয়োগকারীদের মুল পুজি পাবে এ নিয়ে দুচিন্তায় দিন কাটছে । তাই সরকারের নিকট আকুল আবেদন বাজার পরিস্থিতিকে দ্রুত স্থিতিশীল করে বাংলাদেশের ২৯ লাখ পরিবার তথা ২ কোটি পরিবারের মুখে হাসি ফোটান । তা না হলে এ ২ কোটি মানুষ নিঃস্ব হলে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে বলে তিনি মনে করেন।