ইভিএম নিরাপদ নয় -মির্জা ফখরুল

খোন্দকার কাওছার হোসেন : ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি অবাধ, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য নির্বাচনের জন্য নিরাপদ নয়, এটা কারচুপির হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজেক্টরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের নানামুখী অপব্যবহারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য শ্যামা ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী-খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার আগামী নির্বাচনে ডিজিটাল কারচুপি করতে ইভিএম চালুর চেষ্টা করছে। এটা মেনে নেয়া হবে না। ইভিএম বাংলাদেশের জন্য নিরাপদ পদ্ধতি হতে পারে না। এতে সহজে কারচুপি করা যায়। আমরা প্রথম থেকে এ পদ্ধতির বিরোধিতা করে আসছি। আশা করি, নির্বাচন কমিশন এ ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দেয়া থেকে বিরত থাকবে।

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার কথাও সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। তারা কখনোই নিরপেক্ষ ছিলো না, বর্তমানেও নেই। তাই এই কমিশনের সঙ্গে কোনো প্রকার আলোচনা আমরা করবো না।

সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ নেই বলে সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের দেয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সংবিধান কোনো বাইবেল নয়। দেশের মানুষের জন্য সংবিধান ও আইন প্রণীত হয়। তাই দেশের মানুষ না চাইলে তা আইনে থাকতে পারে না। দেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতি অনুষ্ঠিত হলে সে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্থানীয় নেতৃবৃন্দ। কারণ এ নির্বাচনটি স্থানীয় সরকার নির্বাচন।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রজেক্টরের সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপির প্রমাণ্যচিত্র দেখানো হয়। একই সঙ্গে ইভিএমের নেতিবাচক দিক সম্পর্কে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সমাজবিজ্ঞানীদের মন্তব্য ও বিশ্ব গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার তুলে ধরা হয়।
প্রজেক্টরে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ইসলাম ও আইটি বিশেষজ্ঞ ক্যাপ্টেন সালাউদ্দিন।