রাজাপুরের সেই সেনা সদস্য তোফাজ্জেল পুলিশের হাতে গ্রেফতার
আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ রাজাপুর উপজেলা সদরের বাইপাস এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় মোঃ তোফাজ্জেল হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
রাজাপুর থানার এসআই হালিম তালুকদার জানান, গ্রেফতারকৃত তোফাজ্জেল হোসেনের বিরদ্ধে বাইপাস এলাকার এক নৌ-বাহিনী সদস্যের জমি দখলের সময় বসতঘরে হামলা ভাংচুর ও তার স্ত্রীর স্বর্নের গহনা ছিনতাইয়ের অভিযোগে তার স্ত্রী শিউলী বেগমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে শুক্রবার ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
Comments are closed.