দুঃস্থ পরিবারের মাঝে মুরগী বিতরন

কলাপাড়া প্রতিনিধি ॥ উপকুলীয় কলাপাড়ার সিডর ও আইলায় ক্ষতিগ্রস্থ দুস্থ দুই’শ দরিদ্র পরিবাকে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি উন্নয়ন এজেন্সি (এসডিএ) মুরগি, মুরগির খাদ্য ও সেড তৈরীর সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার দুপুরের দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও নীলগঞ্জ ইউনিয়নের  মস্তোফাপুর এলাকায় প্রত্যেক পরিবার প্রতি ১২টি করে মুরগী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্তজার্তিক খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর ইআই জেন মোজাম্মেল হক মিটা, লাইফলিহুড বিশেষজ্ঞ কাওসার আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. ইমরুল ইসলাম, সাংবাদিক মো. শামসুল আলম, চাকামইয়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর কেরামত, ইউপি মেম্বর মোস্তাক হোসেন, এসডিএ এর নির্বাহী পরিচালক মো. এনায়েত হোসেন প্রমুখ। স্পেন সরকারে অর্থায়নে আন্তজার্তিক খাদ্য ও কৃষি সংস্থার সহযোগীতায় সোসাইটি উন্নায়ন এজেন্সি (এসডিএ) ঘূণিঝড় বিধ্বস্ত প্রকল্পের আওতায় নীলগঞ্জ ইউনিয়নের ৫০জন ও চাকামইয়া ইউনিয়নের ১৫০জন সিডর ও আইলায় ক্ষতিগ্রস্থ অতি দ্ররিদ্র  নারীর মাঝে বিতরণ করে।