Menu Close

চিশতিয়া হোসেনিয়া পাক দরবার শরীফের

তিনদিনব্যাপী ওরশ মাহফিল আজ শুরু

বড়ইয়া চিশতিয়া হোসেনিয়া পাক দরবার শরীফের তিনদিনব্যাপী ৩৮ তম বাৎসরিক ওরশ মাহফিল আজ সোমবার থেকে শুরু হয়েছে। জানা গেছে, ঝালকাঠী জেলার রাজাপুর থানার বড়ইয়া চিশতিয়া হোসেনিয়া পাক দরবার শরীফে আজ সোমবার থেকে শুরু হওয়া ওরশ মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে আগামি বুধবার। দেশের শান্তি সম্মৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন বদিনিশি পীর মাওলানা আমিনুল ইসলাম চিশতি।

Related Posts