গৌরনদী ডট কম’র সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি ॥ সংবাদ প্রকাশের জেরধরে যুবদল নেতা কর্তৃক গৌরনদী ডট কম’র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের গৌরনদীর নিজস্ব সংবাদদাতাসহ ৫ Gournadi.comসাংবাদিকের বিরুদ্ধে গত বুধবার মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার গৌরনদী প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়াও মিথ্যে মামলা দায়ের করায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের যুবদল নেতা জসিম মোল্লা বাদি হয়ে আসামি করেন গৌরনদী ডট কমের সম্পাদক, জনকন্ঠের গৌরনদীর নিজস্ব সংবাদদাতা ও সংবাদ সংস্থা এফএনএস’র প্রতিনিধি খোকন আহম্মেদ হীরা, আমারদেশ ও এফএনএস’র আগৈলঝাড়া প্রতিনিধি ওমর আলী সানি, এফএনএস’র সম্পাদক বাবু, স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের সম্পাদক এম.এ মতিন, বরিশাল বার্তার সম্পাদক রুনা রহমান খানকে।

গত বুধবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ লক্ষ টাকার মানমানির মামলা দায়ের করা হলে বরিশাল-২ নং আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তসলিম আরিফ মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি এ প্রসঙ্গে বলেন, মামলার কথা মৌখিক ভাবে শুনেছি। এখনো আদালতের কোন আদেশ পাইনি। পেলে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করা হবে।

অপরদিকে সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে মিথ্যে মামলা দায়ের করার স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার  প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, জামাল উদ্দিন, সুশীল জয়ধর, আহসান উল্লাহ, খোকন আহম্মেদ হীরা, তৌহিদী মাহমুদ তুহিন, এস.এম জুলফিকার, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, সবুজ খান প্রমুখ। বক্তারা হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অপরদিকে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক খোকন আহম্মেদ হীরাসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুব আলম ও মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া।