গৌরনদীতে শতবর্ষের প্রাচীন মনসা মন্দিরে দু’দিনব্যাপী পূজা উদ্যাপন

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী পোদ্দার বাড়ি শতবর্ষের প্রাচীন মনসা মন্দিরে দু’দিনব্যাপী মনসা পূজা গত বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।

পূজা পরিচালনা কমিটির সভাপতি পরান পোদ্দার জানান,  প্রতি বছরের ন্যায় বুধবার থেকে দু’দিনব্যাপী মনসা পূজা উপলক্ষে পূজা অর্চনা, ধর্মীয় গান (রয়ানী) অনুষ্ঠিত হয়। পূজায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। মন্দিরের পুরোহিত গনেশ চক্রবর্তী পূজার মন্ত্র পাঠ ও পরিচালনা করেন। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

You may also like