দক্ষিনাঞ্চলের ঘরমুখো যাত্রীদের নৌ-পথে নিরাপদে ভ্রমন

শুভব্রত, দত্ত, বরিশালঃ এবারের ঈদে দক্ষিনাঞ্চলের ঘরমুখো মানুষ অনেকটা নিরাপদে গন্তব্যস্থানে ফিরছে। বিশেষ করে নৌ-পথে বা লঞ্চ যাত্রায় ঘরমুখো মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে না। সরকারের কঠোর নির্দেশে ঈদ-উল আযহায় আসা নারী-পুরুষের ভোগান্তি তুলনামূলক কম হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে চলমান লঞ্চ মালিক সমিতির রোটেশন প্রথা বাতিলের হুশিয়ারী উচ্চারন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাড.শওকত হোসেন হিরন। তিনি যে কোন মূল্যে যাত্রী ভোগান্তি দূরীকরনে রোটেশন প্রথা বাতিলের ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছেন।

অপরদিকে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি যথাযথ সার্ভিস দিচ্ছেন। যাতে ঘরমুখো মানুষের কোন দূর্ভোগ পোহাতে না হয়। দ্বায়িত্বশীলরা যাত্রী সার্ভিস সুন্দর ও শৃঙ্খলভাবে ভাবে দিতে নজরদারীতে রয়েছেন। বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক(বানিজ্য) গোপাল চন্দ্র মজুমদার জানান এবারের ঈদ রকেট সার্ভিসে কোন প্রকার ঝামেলা নেই। যাত্রীরা কোন হয়রানী কিংবা দূর্ভোগেরও শিকার হচ্ছেন না। প্রতিদিন তিনটি করে রকেট ঢাকা থেকে যাত্রী নিয়ে আসছে। এছাড়া বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি করে যাচ্ছে। বরিশাল বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ জানান প্রতিদিন ৯-১০টি লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসছে। যাত্রীরা কোন দূর্ভোগের শিকার হচ্ছেন না বলে তিনি মন্তব্য করেন।