যানজটের নগরী বরিশাল

বিশেষ প্রতিনিধি, বরিশাল ॥ বরিশাল ট্রাফিক পুলিশের অবহেলার কারণে নগরীতে শুরু হয়েছে অসহনীয় যানজটের। এ কারণে অনেকেই নির্দিষ্ট সময় তার গন্তব্যে পৌঁছাতে পারছে না। বিশেষ করে নগরীর ব্যস্ততম এড়িয়া সদর রোড, গীর্জা মহল্লা, ফজলুল হক এভিনিউ, চক বাজার, কাটপট্টি, বাজার রোড, নাজিরার পোল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বণিক ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও কমছে না যানজট। কারণ নামমাত্র দায়িত্ব পালন করেই শেষ করছেন কাজ। অনেক সময় দেখা যায়, ট্রাফিক পুলিশের দায়িত্ব সাধারণ জনগণ পালন করছে। আবার রোদ-বৃষ্টিতে অনেক সময় নিরাপদে দাঁড়িয়ে থাকেন দায়িত্বরত ট্রাফিক পুলিশেরা। দু’একদিন পরে কোরবানি। এখনই নগরীতে অসহনীয় যানজট চলছে। ট্রাফিক পুলিশেল নজর নগরীর যানজট নিরসনের দিকে না রেখে চলন্ত মোটর সাইকেল দাবড়াতে বেশি পছন্দ করেন। কারণ সেখানে লাভ বাণিজ্যের হিসাব মিলতে পারে। আর কারো সাথে কথা কাটাকাটি হলে তো কথাই নেই। সরকারি কাজে বাধা অথবা পুলিশ এ্যাসাল্ট মামলা দিয়ে থানায় টানিয়ে লাঠি পেটা করা হচ্ছে। সবাই এখন যানজট নিরসনে পুলিশকে একটু সোচ্চার দেখতে চায়। জানা যায়, বিগত কয়েকদিন ধরে নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু ট্রাফিক পুলিশদের ভূমিকা এেেত্র অনেক কম। এ বিষয়ে বরিশাল ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ দায়িত্বের অবহেলা করেছে এমন প্রমাণ পেলে ঐ সদস্যের শাস্তি হবে।