ভোলায় কৃষকদের ওপর লাঠিয়ালদের হামলা

বিশেষ প্রতিনিধি ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চর আনন্দ পাট-২ গ্রামে শনিবার দুপুরে কৃষকদের ওপর লাঠিয়াল বাহিনী হামলা চালিয়েছে। এতে ১০ কৃষক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর দুই জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষক মোঃ জাকির হোসেন ও জয়নাল আবদীন জানান, শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-২ ধান ক্ষেতে তাদের রোপন করা পাকা আমন ধান দেখতে যান। এ সময় ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিনের লাঠিয়াল বাহিনী তাদের ওপর হামলা চালায়। লাঠিয়ালদের হামলায় কৃষক জাকির হোসেন, জয়নাল আবদীন, জামাল হোসেন, শাহাবুদ্দিন সহ ১০ কৃষক আহত হন। এদের মধ্যে জাকির হোসেন ও জয়নাল আবদীনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষকদের অভিযোগ সিরাজ চেয়ারম্যানের সাথে স্থানীয় পুলিশের দহরম মহরম সম্পর্ক থাকায় পুলিশ কুপিয়ে আহত করার ঘটনাকেও সামান্ন হাতাহাতির ঘটনা বলে সন্ত্রাসীদের বাচানোর চেষ্টা করছে।

এদিকে ইলিশা ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন সাংবাদিকদের কাছে হামলার কথা অস্বীকার করেন। ভোলা থানার ওসি মোবাশ্বের আলী সাংবাদিকদের বলেছেন, তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। তবে সেখানে কোন পক্ষকে তিনি পাননি। তিনি বলেন, সেখানে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ কোন মামলা দেয়নি।