নলছিটিতে স্কুলের জমি আত্মসাতের চেষ্ঠা

বিশেষ প্রতিনিধি ॥ ঝালকাঠি নলছিটি উপজেলায় একটি বিদ্যালয় কমপ্লেক্সের জমি আত্মসাতের পায়তার চালাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী মহল । উপজেলা সেটেলন্ট অফিসও রয়েছে জোগসাজশে ।

উপজেলার দেলদুয়ার গ্রামের দেবদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ একর ৫০ শতাংশ জমির ১ একর ২৫ শতাংশ জমির রেকড প্রভাবশালী মহলটি ব্যক্তি মালিকানায় ব্যক্তির নামে রেকর্ড করে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জানাগেছে,দেলদুযার মৌজার ৪১ নং খতিয়ানের ২৩৭ নং দাগে ১ একর ২৫ শতাংশ জমি মাটজরিপ শেষে  স্কুলের নামে রেকড করা হলেও ৩২৫ নং খতিয়ানে একই দাগে ১ একর ২৫ শতাংশ জমি জ্বাল জালিয়াতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় রেকর্ড করার পায়তারা চলছে । স্থানীয় সেটেলমেন্ট অি সের কতিপয় অসাধু কর্মকর্তারা গ্রামের প্রভাবমালী মহলটির কাছ থেকে উৎকোন নিয়ে এ অপচেষ্টায় চালাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ ব্যপারে মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার অঃ কাদের মোল্লা জানান,স্কুলের এই জমিতে একটি কলেজ প্রতিষ্ঠার কথা রয়েছে। কিন্তু সেটেলমেন্ট অফিস দূনীতি করে অন্ন ব্যক্তির নামে রেকড করে দেলে কলেজটি হবেনা।

স্কুল মেনেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেন, এটা সরকারি সম্পতি এসএ,আরএস পর্চায় স্কুলের খেলার মাঠ হিসেবে যে জমি ব্যবহার করার কথা রয়েছে তা স্থানীয় একটি প্রভাবশালী মহল দখল করে আছে। এখন তা নিজেদের নামে রেকর্ড করার পায়তারা চালাচ্ছে।

এ ব্যাপারে নলছিটি সেটেলমেন্ট অফিসের উপ-সহকারি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সেটেলমেন্টের যোগসাজশের কথা অস্বীকার করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,স্কুলের এ জমি নিয়ে ঝামেলা আছে, আইনগত ভাবে সঠিক ব্যবস্তা নেয়া হবে।