কুমিল্লা নগর নির্বাচন: জয় হোক ইভিএম

মোহাম্মদ আশিকুর রহমান আশিক : আসন্ন কুমিল্লা নগর নির্বাচনে সকল ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ ও গণনা করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই নগরীয় স্থানীয় সরকার নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন করা গেলে এই পদ্ধতি সম্পর্কিত সংশয়, শংকা অনেকটা কেটে যাবে বলা যায়। তা উতরিয়ে দেয়ার দৃঢ় সংকল্প নির্বাচন কমিশনারগণ ইতোমধ্যে তাঁদের কথা-বার্তায় প্রকাশ করেছেন। তা পজিটিভলি নিয়েই কমিশনের সকল প্রচেষ্টার শতকরা ৯০ ভাগ সফলতা কামনা করছি। ইভিএম ব্যবহারের অনেক উপকারের মধ্যে একটি বড় উপকার হল বিকেল চারটায় নির্বাচন শেষ হলে মাত্র এক ঘন্টার মাথায় অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত কেন্দ্রের ভোট গণনা শেষ করে, তা যোগ করে চূড়াšত নির্বাচনী ফলাফল ঘোষণা করা সম্ভবপর হবে। এর ফলে প্রায় গোটা রাত জেগে চরম মানসিক উৎকণ্ঠায় থাকার অবসান হবে। এর সফল ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ বার্তা হবে, বাংলাদেশের সাধারণ মানুষের ব্যবহারিক বুদ্ধিমত্তা সম্পর্কে সন্দেহ, সংশয় যাঁদের রয়েছে তাঁদেরকে ভবিষ্যতে বুঝেসুজে কথা বলতে হবে; এবং তার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হবে, বুয়েট ও মেশিন টুলস ফ্যাক্টরির সামর্থ্য সম্পর্কে আরও ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টির পাশাপাশি প্রকৌশলগত উন্নয়ন প্রক্রিয়ায় দেশীয় সামর্থ্যে প্রবল বিশ্বাস স্থাপন ও আশার সঞ্চার করবে।