ঝালকাঠির শিশু বায়েজিদ পুলিশ কনস্টবল মিজানের সন্তান

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালে কর্মরত পুলিশ কনস্টবল মিজানুর রহমান তার শিশু সন্তানকে অস্বিকার করলেও ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় ফিরে পেল বায়েজিদ (৬)। ঝালকাঠি গাভারামচন্দ্রপূর ইউনিয়নের মিজান দ্বিতীয় বিবাহ করায় তার প্রথম স্ত্রী নাজমা ও বায়েজিদকে স্ত্রী ও সন্তানের অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এতে স্ত্রী নাজমা বাধ্য হয়ে ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতে স্বামী মিজানকে বিবাদী করে পারিবারিক মোকদ্দমা (নং- ৭৬/০৯) দায়ের করেন।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মোফাজ্জেল হোসেন জানান, এ মামলায় আদালতে পুলিশ কনস্টবল মিজান স্ত্রী সন্তানকে অস্বিকার করায় শিশু বায়েজিদের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছিলেন আদালত। রবিবার আদালতে দাখিল করা ডিএনএ রিপোর্টে শিশু বায়েজিদের পিতা পুলিশ কনস্টবল মিজান বলে প্রমানিত হয়। তাই ইতিপূর্বে এ মামলায় উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ায় আদালতের বিচারক শরিফ এমএ রেজা জাকের আর্গুমেন্টর জন্য পরবর্তি তারিখ ধার্য করেন।