ঝালকাঠিতে কৃষি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণ

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি নিয়ে কৃষক ও কৃষিযন্ত্র চালকদের দুই দিনের এক প্রশিক্ষণ কোর্স সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার গাবখানে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার বাছাই করা ৪০জন কৃষক ও কৃষি যন্ত্রপাতি চালক অংশগ্রহণ করেন। তাদেরকে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র, ধান ও গম কাটা যন্ত্র, শস্য মাড়াই যন্ত্র এবং দ্রুত জমি কর্ষণ ও বীজ বপন যন্ত্র বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে বলা হয়, দেশে জনসংখ্যা দিনদিন বাড়লেও কমছে কৃষিজমি। ক্রমবর্ধমান জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের বিকল্প নেই। দেশে প্রাপ্ত নির্মাণ সামগ্রী দিয়ে উৎপাদিত এসব কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সহজে সার প্রয়োগ, বীজ বপন ও শস্য কাটা সম্ভব। এর ফলে একদিকে উৎপাদন খরচ কম ও সময় সাশ্রয় হবে এবং অন্যদিকে ফলনও বেশি পাওয়া যাবে।

সমাপনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ মুজিবুল হক মিয়া প্রধান অতিথি এবং শস্য উৎপাদন বিশেষজ্ঞ আবদুর রাজ্জাক, মনিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল অদুদ বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ। অন্যদের মধ্যে প্রশিক্ষণ সমন্বয়কারী ও বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নুরুল আমিন ও কৃষক দুলাল হাওলাদার বক্তৃতা করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন খান ও মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।