প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলরের পুত্রের কান্ড
নিজস্ব সংবাদদাতাঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার সকালে স্কুলে বসে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে নবম শ্রেনীর ছাত্র শুভ খান। মুর্মুর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ও পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা বেগমের পুত্র শুভ খান। গত তিনদিন ধরে শুভ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী উর্মি আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে উর্মি রাজি না হওয়ায় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে বসে শুভ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
Comments are closed.