যৌণ হয়রানি প্রতিরোধে বরিশালে মাইকিং

নিজস্ব সংবাদদাতা ॥ যৌণ হয়রানি প্রতিরোধ এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অবাধ বিচরন রোধে কোতোয়ালী পুলিশের উদ্যোগে মঙ্গলবার বরিশাল নগরীতে ব্যাপক মাইকিং করা হয়েছে। সচেতনতামূলক এই প্রচারণার পর থেকে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক কারাদন্ড ও জরিমানা করা হবে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, প্রথম ধাপে এ কার্যক্রম বাস্তবায়নে তিনদিন নগরীর স্কুল-কলেজগুলোর সামনে মাইকিং করা হবে। মঙ্গলবার থেকে মাইকিং কার্যক্রম শুরু করা হয়। আগামি বৃহস্পতিবার পর্যন্ত এ মাইকিং কার্যক্রম চলবে। মাইকিংয়ের পাশাপাশি স্কুল-কলেজ চলাকালীন সময়ে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে অভিযান চালাবে পুলিশ। এছাড়া নগরীর সকল বালিকা বিদ্যালয় ও কলেজ এলাকায় সাদা পোশাকের পুলিশ টহল থাকবে।

এসব কর্মসূচীর সত্যতা স্বীকার করেছেন মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি শাহেদুজ্জামান জানান, কোনভাবেই বখাটেদের ছাড় দেয়া হবে না। এ অভিযানে সহায়তার জন্য তিনি অভিভাবকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। একই সাথে সন্তানদের নজরদারীতে রাখারও পরামর্শ দেন।