গৃহপরিচারিকা শিল্পীর ভবিষ্যত অনিশ্চিত

গৃহপরিচারিকার কাজের ফাঁকে শত কষ্টের মাঝে রাত জেগে পড়াশুনা করেও যে সাফল্যতা ছিনিয়ে আনা যায়, তার এক বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামের ভূমীহিন গুরুদাস সমদ্দারের কন্যা শিল্পী সমদ্দার। এবারের এসএসসি পরীক্ষায় শিল্পী জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফল করেও গৃহপরিচারিকা শিল্পী সমদ্দার চরম আর্থিক অনটনের কারনে উচ্চ শিক্ষার আশা ছেড়ে দিয়েছে। অর্থাভাবে উচ্চ শিক্ষা তার জন্য আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। সমাজের মহানুভব সমাজপতি ও সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে শিল্পী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চার্টার এ্যাকাউন্ট (সি.এ) পড়তে চায়।

গৌরনদী উপজেলার গোরক্ষডোবা গ্রামের ভূমিহীন রোগাক্রান্ত দিনমজুর গুরুদাস সমদ্দার ও দিনমজুর মিনু সমদ্দারের তিন সন্তানের মধ্যে শিল্পী হচ্ছে দ্বিতীয়। শিল্পীর মা মিনু সমদ্দার বলেন, মোগো এক টুকরা জমি নাই, নাই মাথা গোঁজার ঠাঁই। প্রতিবেশী স্বপন সমদ্দারের দয়ায় তার বসত ঘরের সাথে খুপরি দিয়ে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করছি। এত কষ্টের মইধ্যেও মোর শিল্পী মায় যে পরীক্ষার ভালো পাস করছে, এইয়া ভগবানের দয়া ছাড়া আর কিছুই না। হত দরিদ্র ও ভুমিহীন গুরুদাস সমদ্দার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় এখন সে দিনমজুরের কাজও করতে পারছেন না। জীবিকার তাগিদে শিল্পীর মা মিনু সমদ্দার পান বরজে কখনও জমিতে দিনমজুরের কাজ করে কোন একমতে সংসার চালায়। মায়ের একার উপার্জনে ৫ সদস্যর সংসার চলেনা, বিধায় শিল্পী সমদ্দার একই গ্রামের ফারুক বেপারীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ শুরু করে। দিনের বেলায় গৃহপরিচারিকার কাজ করে রাত জেগে পড়াশুনা চালিয়ে গেছে শিল্পী। গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আপ্রান চেষ্ঠা ও সহযোগীতায় এবারের এস.এস.সি পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে শিল্পী জিপিএ-৫ পেয়েছে। বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম বেপারী জানান, পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন শিল্পী স্কুলে আসেনি। পরের দিন সকালে তিনি প্রথমে শিল্পীর আশ্রয়স্থলে যান। সেখানে শিল্পী ও তার পিতা-মাতাকে না পেয়ে শিল্পীর কর্মস্থল ফারুক বেপারীর বাড়িতে গিয়ে দেখা যায় শিল্পী যথারীতি ওই বাড়ির গৃহপরিচারিকার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। তিনি আরো জানান, শিল্পী প্রথমে তার (শিক্ষকের) কাছ থেকে সাফল্যর খবর শুনে আনন্দে কেঁদে ফেলে।


গৌরনদী ডট কমের পক্ষ থেকে শিল্পী-কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন Cool